বগুড়ার নন্দীগ্রামের জীবন যুদ্ধে সাহসী রেহেনা ধীরে-ধীরে সফলতার পথে এগিয়ে
যাচ্ছে। নানা প্রতিকুলতার মাঝে নিজের সাহসকে পুজিঁ করে দুর্বার গতিতে এগিয়ে
যাচ্ছে এই সংগ্রামী নারী। লোকলোজ্জার ভয় মনে না রেখে একের পর এক যুদ্ধ
চালিয়ে যাচ্ছে পান ব্যবসায়ী রেহেনা। সরেজমিনে কথা হয় সংগ্রামী নারী রেহেনার
সঙ্গে তিনি এই প্রতিবেদক জানান, তার দুঃখ-কষ্টের করুন কথা, ২০০৯ সালে
নাটোর জেলার সিংড়ার থানার তেঘরী গ্রামের এক মাদক সেবনকারীর নজরুলের সাথে
বিয়ে হয় তার। বিয়ের কিছুদিন যেত-না-যেতই তাদের সংসারে নেমে আসে অশান্তি।
কারনে-অকারনে তার উপর চলে নিযার্তন। এরমধ্যে তাদের সংসার জীবনে একটি
সন্তানের জন্ম হয়। সন্তানের বয়স বর্তমানে আট বছর চলে। নেশার টাকা রোজগার
করতে না পেরে স্বামী নজরুল ইসলাম স্ত্রী রেহেনাকে তালাক দেয়। এরপর রেহেনা
নিরুউপায় হয়ে পিতার বাড়ী নন্দীগ্রাম উপজেলার রনবাঘাতে ফিরে আসে। রেহেনাকে
প্রতিপালনের জন্য কেউ নেই বাপের ভিটায়। রনবাঘা বাজারে তার বোন ছফুরার কাছে
থেকে দোকান ঘর ভাড়া নেয় রেহেনা। মাত্র কয়েকশত টাকা পুজিঁ করে শুরু হয় তার
জীবন সংগ্রাম। রেহেনা প্রথমে পানের দোকান থেকে শুরু করে। এরপর নানান ধরনের
খাবার জিনিষ পত্র তুলতে থাকে। প্রতিদিন বেচা-বিক্রি হয় ১০০০হাজার টাকা
থেকে/১৬০০টাকা পযান্ত। কষ্ট-দুঃখ সহ্য করে রেহেনা কঠোর পরিশ্রম শুরু করে।
প্রতি দিন সংসার খরচ চালিয়ে বর্তমানে ২০০শত টাকা থেকে ৩০০টাকা বাড়তি আয়
হচ্ছে এই জীবন সংগ্রামী নারীর। রেহেনার ব্যবসায় চালাতে সমাজের দুষ্ট
প্রকৃতির লোকদের নানা কথা সহ্য করে হয়। একেবারে চোখ-কান বন্ধ রাখতে হয় অনেক
সময়ে। সবকিছু মেনে তার ব্যবসা করতে হচ্ছে। ব্যবসার ফাকেঁ-ফাকেঁ রেহেনা
বাড়ীর আঙ্গিনায় লাউকুমড়া, মরিচের চাষ করছে। হাঁস-মুগরীর পরিচর্যায় করে। এখন
সে সমাজের লোকলজ্জার তোয়াকা করে না। আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয়ে রেহেনা
অতীতকে বির্সাজন করছে। বর্তমান সমাজ ব্যবস্থায় রেহেনার মুল্যায়ন করলে।
সামাজিক পরিবর্তন ঘটবে। এতে করে নারীরা ধীরে-ধীরে সংগ্রামী হয়ে উঠবে।
নারীকে অবহেলা-অবগায় করার সুযোগ থাকবে না। রেহেনা সমাজের সকল
লাঞ্চনা-বঞ্জনা উপেক্ষা করে আত্ম নির্ভরশীলতার দৃষ্টান্ত স্থাপন করতে
যাচ্ছে। সময়ের সাথে-সাথে রেহেনার জীবন যাত্রার মান পাল্টে গেছে। রেহেনার মত
সমাজের অনেক নারীরা এখন আর পিছিয়ে নেই। স্বাবলম্বীর পথে এগিয়ে যাচ্ছে
সংগ্রামী নারী রেহেনা খাতুন। দিন বদলের সাথে-সাথে রেহেনা দিন বদলে গেছে।
Subscribe to:
Post Comments (Atom)
-
রাস্তায় গাড়ি বা বাস চালানোর সময় সতর্ক থাকতে হবে। বেপরোয়া গাড়ি চালানোর কারণে কোনো ব্যক্তির জানমালের ক্ষতি হলে এটি নিছক দুর্ঘটনা ভাবার ক...
-
প্রতীকী ছবি বারবার রুটিন তৈরি করে ব্যর্থ হয়েছেন, নিয়মানুবর্তিতায় বাঁধতে পারছেন না নিজেকে। মনে রাখবেন সাফল্য একটি অভ্যাস, কোনও কাজ নয়। ক...
-
কারখানায় যন্ত্র থেকে বের হচ্ছে পাটের পলিমার শিট। গতকাল রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলে। দেখতে হুবহু পলিথিনের মতো। কিন্তু এগুলো পল...
No comments:
Post a Comment