যুক্তরাষ্ট্রে অন্তত পাঁচজনের প্রাণহানি |
এ ব্যাপারে পুলিশ জানায়, ভার্জিনিয়ার দক্ষিণাঞ্চলে ৪৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি গাছ ভেঙ্গে পড়লে তিনি প্রাণ হারান। এছাড়া কর্তৃপক্ষ জানায়, রিচমন্ডের দক্ষিণের চেষ্টারফিল্ড কাউন্টিতে ছয় বছর বয়সী এক শিশু মারা গেছে। বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার ওপর একটি গাছ ভেঙ্গে পড়লে সে মারা যায়।
অন্যদিকে বাল্টিমোর দমকল বিভাগ জানায়, ঝড়ের কারণে ভেঙ্গে পড়া গাছের ডালের আঘাতে ৭৭ বছর বয়সী এক নারী মারা গেছেন। এছাড়া নিউইয়র্কের পুটনাম ভ্যালিতে গাছ ভেঙ্গে পড়ে ১১ বছর বয়সী এক বালক নিহত হয়েছে। আবার, নিউপোর্টে ৭০ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঝড়ের সতর্কতাসহ নিউজার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত উপকূলীয় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত প্রচণ্ড ঝড়ের সতর্কতা কার্যকর থাকবে।
সূত্র: এএফপি
No comments:
Post a Comment