সড়কে বেপরোয়া বাস ও ট্রাকের কারণে আহত হওয়া চার ব্যক্তির পরিবারের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়।রাজধানীতে
বাসের চাপায় ডান পা হারানো তরুণী রোজিনা খাতুনের (১৮) অবস্থা সংকটাপন্ন।
তাঁর ওই পায়ের ওপরের দিকে পচন ধরায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়েছে।বাসচাপায় আহত ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। গোপালগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের ঘষায় ডান হাত হারানো খালিদ হোসেন তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।আর রাজধানীতে দুই বাসের রেষারেষিতে আহত আয়েশা খাতুন সাভারের সিআরপিতে চিকিৎসাধীন।
* রোজিনা খাতুনের অবস্থা সংকটাপন্ন।
* পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।
* খালিদ হোসেন তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।
* আয়েশা খাতুন সাভারের সিআরপিতে চিকিৎসাধীন।
এর আগে ৩ এপ্রিল দুই বাসের রেষারেষিতে হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেন চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাতে মারা গেছেন। prothomalo
No comments:
Post a Comment