বেপরোয়া গাড়ি চালালে ক্ষতিপূরণ দিতে হবে

বেপরোয়া গাড়ি চালালে ক্ষতিপূরণ দিতে হবে
রাস্তায় গাড়ি বা বাস চালানোর সময় সতর্ক থাকতে হবে।
বেপরোয়া গাড়ি চালানোর কারণে কোনো ব্যক্তির জানমালের ক্ষতি হলে এটি নিছক দুর্ঘটনা ভাবার কোনো সুযোগ নেই। বেপরোয়া ও অবহেলা করে গাড়ি চালানো এবং এর ফলে কারও ক্ষতি হলে আইনের চোখে তা স্পষ্ট অপরাধ। শুধু যে অপরাধ তা কিন্তু নয়, এর জন্য শাস্তি অবধারিত এবং দায়ী চালক বা ব্যক্তি, বাসমালিকদেরও গুনতে হবে ক্ষতিপূরণ।

গুনতে হবে ক্ষতিপূরণসম্প্রতি রাজধানীতে দুই বাসের ফাঁকে আটকে পড়া রাজীব হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগ ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না মর্মে রুল জারি করেছেন। একই সঙ্গে রাজীব হোসেনের চিকিৎসা ব্যয় ওই দুই বাসমালিককে বহন করতে নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। চিকিৎসাধীন অবস্থায় সোমবার মধ্যরাতে মারা যান রাজীব।

সড়ক দুর্ঘটনায় আহত চার ব্যক্তির পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায়

 সড়ক দুর্ঘটনায় আহত চার ব্যক্তির পরিবার উদ্বেগ-উৎকণ্ঠায়
এক পা হারানো রোজিনা খাতুন। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
সড়কে বেপরোয়া বাস ও ট্রাকের কারণে আহত হওয়া চার ব্যক্তির পরিবারের দিন কাটছে উদ্বেগ-উৎকণ্ঠায়।রাজধানীতে বাসের চাপায় ডান পা হারানো তরুণী রোজিনা খাতুনের (১৮) অবস্থা সংকটাপন্ন। তাঁর ওই পায়ের ওপরের দিকে পচন ধরায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়েছে।বাসচাপায় আহত ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। 
 দুর্ঘটনার পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি। গোপালগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের ঘষায় ডান হাত হারানো খালিদ হোসেন তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়।আর রাজধানীতে দুই বাসের রেষারেষিতে আহত আয়েশা খাতুন সাভারের সিআরপিতে চিকিৎসাধীন। 

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাবি তাজিমার মৃত্যু

 বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাবি তাজিমার মৃত্যু
নাবি তাজিমা
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের নাবি তাজিমার মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ১১৭ বছর। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কিকাইতে হাসপাতালে মারা যান এই বৃদ্ধা। গত জানুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এপির খবরে এ তথ্য জানানো হয়।
তাজিমার জন্ম ১৯০০ সালের ৪ আগস্ট। তাঁর ঘরে সাত ছেলে, দুই মেয়ে রয়েছে। তাঁদের রয়েছে নাতি-পুতিসহ ১৬০ সদস্য।
গত বছর সেপ্টেম্বরে জ্যামাইকার ভায়োলেট ব্রাউনের মৃত্যুর পর নাবি তাজিমা সবচেয়ে বেশি বয়সী নারীর স্বীকৃতি পান। জাপানের টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বয়স্ক নারীর স্বীকৃতি পাওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাজিমা গানের সুরে সুরে হাত নাচাচ্ছেন।

গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ-২০১৮’-তে নারীদের জয়জয়কার

গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ-২০১৮’-তে নারীদের জয়জয়কার
‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ-২০১৮’ পুরস্কার বিজয়ী মানি কালোঞ্জো, ফ্রান্সিয়া মার্কেজ, মাকোমা লেকালাকালা, লিজ ম্যাকডাইড ও ক্লেয়ার নুভিয়ান।
পরিবেশবিষয়ক বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ-২০১৮’-তে এবার নারীদের জয়জয়কার। ছয়জনকে এই পুরস্কার প্রদান করা হয়েছে, তাঁদের মধ্যে পাঁচজনই হলেন নারী। পরিবেশ রক্ষায় তৃণমূল পর্যায়ে তাঁরা কাজ করেছেন।

গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ কর্তৃপক্ষ বলছে, সুন্দর বিশ্বের জন্য আমাদের সংগ্রাম কখনো

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার যুক্তরাষ্ট্রে এই পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন ল্যাটিন আমেরিকার পরিবেশবাদী কর্মী ফ্রান্সিয়া মার্কেজ, দক্ষিণ আফ্রিকার নিউক্লিয়ারবিরোধী আন্দোলনকারী মাকোমা লেকালাকালা ও লিজ ম্যাকডাইড, ভিয়েতনামের ক্লিন এনার্জি আইনজীবী নুউ থি খানহ, যুক্তরাষ্ট্রের পরিষ্কার পানি আন্দোলনকারী লিঅ্যান ওয়াল্টস ও ফরাসি সামুদ্রিক পরিবেশ রক্ষার কর্মী ক্লেয়ার নুভিয়ান। একমাত্র পুরস্কার বিজয়ী পুরুষ হলেন ফিলিপাইনের সিসাবিরোধী ক্যাম্পেইনার মানি কালোঞ্জো।

দুপচাঁচিয়ায় চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

দুপচাঁচিয়ায় চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত ৪জন আসামীর ১দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।  সোমবার বগুড়া আমলী আদালতের(দুপচাঁচিয়া) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গতঃ গত ১৩এপ্রিল রাতে দুপচাঁচিয়া-তারোড়া রাস্তার পুদ্মপুকুর নামক স্থানে আলোহালী গ্রামের সুলতান আলী প্রামানিককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। পরদিন ১৪ এপ্রিল শনিবার রাতে বগুড়া র‌্যাব-১২ অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটরসাইকেল ও ছুরি সহ উজ্জল হোসেন(৩০), হাবিবুর রহমান রনি(২২), এমদাদ হোসেন(২৫) ও শামিম হোসেন শাহীন(২৩) নামের ৪জন ছিনতাইকারীকে আটক করে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করে।
এ ঘটনায় আহতের স্ত্রী আফরুজা বেগম ১৪এপ্রিল শনিবার রাতেই বাদী হয়ে ওই ৪জনের নাম উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। পুলিশ ১৬এপ্রিল সোমবার ওই ৪আসামীর ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার(ওসি) আব্দুর রাজ্জাক বিজ্ঞ আদালত কতৃক শুনানী শেষে ৪জন ছিনতাইকারীর ১দিনের রিমান্ড মঞ্জুরের কথা নিশ্চিত করেছেন।bograsangbad

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে ভারত

আগরতলায় উত্তর-পূর্বাঞ্চলীয় নিতি আয়োগের প্রথম বৈঠক। ১০ এপ্রিল, ২০১৮
আগরতলায় উত্তর-পূর্বাঞ্চলীয় নিতি আয়োগের প্রথম বৈঠক
বাংলাদেশের সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। বলা হয়েছে, উত্তর-পূর্ব ভারতকে ‘হিরা’ দিয়ে সাজাতে এ উন্নয়নের প্রয়োজন। গতকাল মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলায় উত্তর-পূর্বাঞ্চলের আট রাজ্য নিয়ে গঠিত নিতি ফোরামের বৈঠকে এ কথা বলা হয়।

ত্রিপুরায় ভোট প্রচারে এসে হিরার ব্যাখ্যা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, ‘হিরা হলো হাইওয়েজ, রেলওয়েজ আর এয়ারওয়েজ। অর্থাৎ যোগাযোগব্যবস্থার পরিকাঠামোর উন্নয়নই সবচেয়ে জরুরি উত্তর-পূর্ব ভারতের।’ এবার তাঁর সরকারেরই নিতি আয়োগের শীর্ষ কর্তারা গতকাল কানেকটিভিটির উন্নয়নকেই গুরুত্ব দেন।

কোটা নিয়ে সংসদে প্রধানমন্ত্রী যা বললেন

সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
কোটা সংস্কারের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার জাতীয় সংসদে এ নিয়ে কথা বলেছেন। সরকারদলীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানকের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আলোচনা হলো, একটি সুনির্দিষ্ট তারিখ দিল, কেবিনেট সেক্রেটারিকে আমি দায়িত্ব দিলাম। তারা সে সময়টা দিল না। মানি না, মানব না বলে তারা যখন বসে গেল, আস্তে আস্তে সব তাদের সঙ্গে যুক্ত হলো। খুব ভালো কথা, সংস্কার সংস্কার বলে...সংস্কার করতে গেলে আরেক দল এসে বলবে আবার সংস্কার চাই। কোটা থাকলেই সংস্কার। আর কোটা না থাকলে সংস্কারের কোনো ঝামেলাই নাই। কাজেই কোটা পদ্ধতি থাকারই দরকার নাই। আর যদি দরকার হয় আমাদের কেবিনেট সেক্রেটারি তো আছেন। আমি তো তাঁকে বলেই দিয়েছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বসে তাঁরা কাজ করবেন। সেটা তাঁরা দেখবেন। আমি মনে করি, এ রকম আন্দোলন বারবার হবে। বারবার শিক্ষার সময় নষ্ট হবে।’

সারের জন্য কৃষককে আর জীবন দিতে হয় না : পলক

সারের জন্য কৃষককে আর জীবন দিতে হয় না : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপির সময় সারের জন্য কৃষককে জীবন দিতে হয়েছে। এখন আর জীবন দিতে হয় না। কৃষকরা বিনামূল্য সার পায়,বীজ পায়। 
রবিবার সকাল ১১ টায় সিংড়া উপজেলা কোর্টমাঠ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকদের সব সুযোগ তৈরি করে দিয়েছেন, এ জন্য এদেশে কৃষি জমি কমলেও ধান উৎপাদন বাড়ছে। বর্তমানে তিনগুন খাদ্য উদ্বৃত্ত রয়েছে।। যার কারনে জনগনের চাহিদা পুরন হচ্ছে।

সফল হতে জীবনযাত্রায় আনুন ৫ পরিবর্তন

সফল হতে জীবনযাত্রায় আনুন ৫ পরিবর্তন
প্রতীকী ছবি
বারবার রুটিন তৈরি করে ব্যর্থ হয়েছেন, নিয়মানুবর্তিতায় বাঁধতে পারছেন না নিজেকে। মনে রাখবেন সাফল্য একটি অভ্যাস, কোনও কাজ নয়। কয়েকটি উপায় মাথায় রাখুন লক্ষ্যে পৌঁছাতে হলে। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো সেই ৫টি উপায়-  
১) তালিকা তৈরী করুন- 
প্রথমে আপনার লক্ষ্যের একটি তালিকা তৈরি করুন। আবেগের উপর ভরসা না করে মাথা দিয়ে ভাবুন। তালিকা তৈরির সময়ে কখনওই এটা ভাববেন না, আপনার লক্ষ্যপূরণ একটি কষ্টকর বিষয়। তালিকা তৈরির পর সেটি এমন জায়গায় টাঙিয়ে রাখুন যাতে প্রতিদিন, প্রতিনিয়ত আপনার চেখে পড়ে। ছবি- শাটারস্টক।  

মুরালির প্রতি সাকিবের সম্মান ও এক শ্রীলঙ্কান ভক্তের ক্ষোভ

মুরালির প্রতি সাকিবের সম্মান ও এক শ্রীলঙ্কান ভক্তের ক্ষোভ
সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
আইপিএলের এগারোতম আসরের সূত্রে সাকিব আল হাসান ও  ঘূর্ণি জাদুকর সাবেক লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ এখন একই শিবিরে। কেননা চলতি বছরের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাঠে নামবেন সাকিব আর সেই সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে আছেন মুরালিধরণ। 
মাত্র দুদিন আগেই মুত্তিয়া মুরালিধরন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে উচ্ছসিত মন্তব্য করেছিলেন। আজ রবিবার সন্ধ্যায় মুরালির সঙ্গে একটি সেলফি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন সাকিব। সেই সেলফির সুবাদে দুই প্রজন্মের দুই ঘূর্ণি জাদুকরকে দেখা গেল একই ফ্রেমে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে সাকিব 'লিজেন্ড' এবং 'রেসপেক্ট' শব্দ দুটি ব্যবহার করেছেন।

পাটের নতুন দিগন্ত

 পাটের নতুন দিগন্ত
কারখানায় যন্ত্র থেকে বের হচ্ছে পাটের পলিমার শিট। গতকাল রাজধানীর ডেমরায় লতিফ বাওয়ানী জুট মিলে।
দেখতে হুবহু পলিথিনের মতো। কিন্তু এগুলো পলিথিন তো নয়ই, কোনো রকম প্লাস্টিক উপকরণও নেই এতে। ব্যাগগুলো বানানো হয়েছে কেবলই পাটের আঁশ ব্যবহার করে। এই আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশের এক বিজ্ঞানী। আমদানি করা যেসব পচনশীল পলিমার ব্যাগ বাজারে পাওয়া যায়, তার ৫ ভাগের ১ ভাগ দামেই এটি পাওয়া যাবে।

রাজধানীর ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিমাণে তৈরি হচ্ছে এ পলিমার ব্যাগ। আয়োজন চলছে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার। কিন্তু এরই মধ্যে দেশের ভেতরে, বিশেষ করে রপ্তানিমুখী শিল্পমালিকেরা এ ব্যাগ কেনার জন্য বায়না দিতে শুরু করেছেন। দেশের বাইরে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকেও এ ব্যাগের চাহিদা আসছে।