‘মেসির দূরে থাকলেই পুরস্কার পাবে নেইমার!’

‘মেসির দূরে থাকলেই পুরস্কার পাবে নেইমার!’
এ ছবিটা এখন শুধুই অতীত
মেসি ও নেইমারের বন্ধুত্ব নিয়ে দিস্তা দিস্তা কাগজ খরচ করেছেন সংবাদকর্মীরা। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে আসার পরও সে সম্পর্কে ফাটল ধরেনি একটু। অন্তত ফেসবুক, ইনস্টাগ্রামের ছবি তা-ই বলে। দানি আলভেজের সঙ্গেও মেসির হৃদ্যতা অন্য পর্যায়ের। সেই আলভেজই কিনা বলছেন, মেসি থেকে দূরে সরে যাওয়াটা নেইমারের জন্য ভালো হয়েছে। না হলে যে ব্যক্তিগত পুরস্কার জেতা হবে না নেইমারের!

৩ বছরে বদলে যাবে বিএফডিসি

নতুন বিএফডিসি কমপ্লেক্সের জন্য ভাঙতে হবে পুরোনো এই শুটিং ফ্লোরটি, Bangladesh online newspaper
নতুন বিএফডিসি কমপ্লেক্সের জন্য ভাঙতে হবে পুরোনো এই শুটিং ফ্লোরটি
নতুন করে সাজবে বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন)। আধুনিকায়নের ধারায় এবার বিএফডিসির আঙিনায় তৈরি হচ্ছে বহুতল ভবন। যার নাম হবে ‘বিএফডিসি কমপ্লেক্স’। এফডিসির ভেতরের ৯৪ কাঠা জমির ওপর তৈরি হবে ১২ তলা এই ভবন। নতুন এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫৩ কোটি ৩৫ লাখ টাকা। ভবন নির্মাণে সময় লাগবে তিন বছর। এরই মধ্যে নতুন ভবনের নকশাসহ পুরো প্রকল্প জমা দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ে। ভবন নির্মাণের জন্য ভাঙতে হবে বিএফডিসির ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর, পরিত্যক্ত দুটি সম্পাদনা ভবন ও পুলিশ ফাঁড়ি। বিএফডিসি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে প্রি-একনেক সভায় অনুমোদনের জন্য প্রকল্পটি তথ্য মন্ত্রণালয়