মুরালির প্রতি সাকিবের সম্মান ও এক শ্রীলঙ্কান ভক্তের ক্ষোভ

মুরালির প্রতি সাকিবের সম্মান ও এক শ্রীলঙ্কান ভক্তের ক্ষোভ
সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
আইপিএলের এগারোতম আসরের সূত্রে সাকিব আল হাসান ও  ঘূর্ণি জাদুকর সাবেক লঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ এখন একই শিবিরে। কেননা চলতি বছরের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মাঠে নামবেন সাকিব আর সেই সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্বে আছেন মুরালিধরণ। 
মাত্র দুদিন আগেই মুত্তিয়া মুরালিধরন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে উচ্ছসিত মন্তব্য করেছিলেন। আজ রবিবার সন্ধ্যায় মুরালির সঙ্গে একটি সেলফি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন সাকিব। সেই সেলফির সুবাদে দুই প্রজন্মের দুই ঘূর্ণি জাদুকরকে দেখা গেল একই ফ্রেমে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে সাকিব 'লিজেন্ড' এবং 'রেসপেক্ট' শব্দ দুটি ব্যবহার করেছেন।
ক্রিকেটের এই দুই মহাতারকাকে এক ফ্রেমে দেখে স্বভাবতই উচ্ছসিত সাকিব আল হাসানের ভক্তরা।  তবে সব ছাপিয়ে এক শ্রীলঙ্কান ক্রিকেট ভক্তের কমেন্ট ছিল চোখে লাগার মতো। বুদ্ধিকা রত্নায়েক নামের সেই লঙ্কান ক্রিকেটপ্রেমী সাকিবের পোস্টে মন্তব্য করেন, "শ্রীলঙ্কায় তুমি যে বাজে ব্যবহার করেছ, তারপর আমাদের লিজেন্ডের সঙ্গে এই সেলফি পোস্ট করার কোনো মানে নেই। তোমাদের ব্যবহার আমরা চিরদিন মনে রাখব।"
উল্লেখ্য গত মাসে অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনাল নির্ধারণী ম্যাচের শেষ ওভারে একটি নো বলকে কেন্দ্র করে বিবাদে জড়ায় বাংলাদেশ ও লঙ্কান  ক্রিকেটারেরা। বাংলাদেশি দর্শকদের ওপর লঙ্কানদের হামলার ঘটনাও ঘটে।  ফাইনাল শেষে দুই দলের ক্রিকেটারেরা সব ভুলে গেলেও লঙ্কান দর্শকেরা মনে হয় সেই হারের ক্ষত এখনও ভুলতে পারেননি। বুদ্ধিকার কমেন্ট যেন সেই কথাটাই প্রমাণ করে দিল।

No comments:

Post a Comment