দিনাজপুরে শীলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান

দিনাজপুরে শীলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান
পাটিকাঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়
দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় ভারী শিলাবৃষ্টিতে কাঁচা ঘরবাড়ীসহ টিনসেটের শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়ে পড়েছে। ক্ষতি হয়েছে আম-লিচু মৌসুমী ফলসহ রবী শস্যের। আগাম জাতের বোরো ধানেরও ক্ষতি হয়েছে। ভারী শিলাবৃষ্টি হওয়ায় এই ক্ষতি হয়েছে।

শনিবার দেখা যায় পার্বতীপুর উপজেলা হামিদপুর ইউনিয়নের পাটিকাঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের কমনরুমসহ ৯টি শ্রেনী কক্ষের ছাউনির টিনগুলো শীলাবৃষ্টির আঘাতে ফুটো হয়ে গেছে। শ্রেনীকক্ষের চেয়ার টেবিলগুলো নষ্ট হয়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, শিলাবৃষ্টির আঘাতে বিদ্যালয়ের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থায় পাঠদান করা কঠিন হয়ে পড়েছে।

এছাড়া শিলা বৃষ্টির আঘাতে কাঁচা ঘরবাড়ী ও টিনের ছাউনির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের ঘরের ছাউনির সকল টিন ফুটো হয়ে গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ ক্ষতির কথা স্বীকার করলেও কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বলতে পারেনি।

No comments:

Post a Comment